আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:২১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কোয়ালিটি টেইলার্সের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার মিঠাছরা বাজারের সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় এই আগুনের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

জানা গেছে, রাতে হঠাৎ সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় কোয়ালিটি টেইলার্সের দোকানে আগুন লাগে। এসময় আশে পাশের মসজিদের মাইকে আগুন লাগার খবর মাইকিং করা হয়। খবর শুনে স্থানীয় মানুষজন দ্রæত জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। 

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কোয়ালিটি টেইলার্সের দোকান আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে দ্রæত এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। না হয় আশেপাশের অনেক দোকান ক্ষতিগ্রস্থ হতো। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।