আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

আলীকদমে ভিজিএফ খাদ্যশস্য'র চাউল বিতরণ

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ ১০:২৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের আলীকদমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি হারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহারে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ,নয়াপাড়া ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ২০২৩- ২৪ অর্থ বছরে মানবিক সহায়তার কর্মসূচির অংশ হিসেবে পবিত্র ঈদুল অজহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ করা হয়।

 

চাউল বিতরণ অনুষ্ঠানে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জামাল উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত্র দাশ,নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.কফিল উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন দাশ,চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উনুমং মার্মাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

 

চাউল বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জামাল উদ্দীন বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রতি ১০ কেজি হারে বিনামূল্যে চাউল উপহার পাঠিয়েছেন আপনারা যেন ভালো করে উৎসব উদযাপন করতে পারেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটেছে বলে জানান। 

 

এসময় আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত্র দাশ জানান,আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের জন্য সরকার কর্তৃক ১১৪.৪০০ মেট্রিকটন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ইউনিয়ন গুলোতে বিভাজনের মাধ্যমে আলীকদম সদর ইউনিয়নে ৩,৭৮৬জন,চৈক্ষ্যং ইউনিয়নে ৩,২৪০ জন,নয়াপাড়া ইউনিয়নে ২,২৭৮ জন এবং কুরুকপাতা ইউনিয়নে ২,১৩৬ জনসহ মোট ১১ হাজার ৪শত ৪০ জন গরীব অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে।