আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শতভাগ পাশ করা একমাত্র কলেজ লামার কোয়ান্টাম কসমো কলেজ

বেলাল আহমদ, লামা : | প্রকাশের সময় : বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ০৯:৪১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলায় এইচএসসি পরীক্ষায় এবছর অংশ নেয় ১৪ টি কলেজ। এর মধ্যে শতভাগ পাশ করা একমাত্র কলেজ কোয়ান্টাম কসমো কলেজ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮২টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ১৩টি কলেজ। শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যায় কোয়ান্টাম কসমো কলেজের অবস্থান ষষ্ঠ।

 

এবছর কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৩টি বিভাগে ৬৪ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২ জন।

 

এই সাফল্যের প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, ছাত্রছাত্রীরা যেন ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং স্কুলে শেখানো ধ্যান ও শুদ্ধাচারের শিক্ষা আজীবন চর্চা করতে পারে আমরা এই প্রার্থনাই করি।

 

উল্লেখ্য জুলাই-আগস্টের বিশেষ পরিস্থিতির কারণে ২০২৪ সালে এবার এইচএসসি পরীক্ষা পুরোপুরি সম্পন্ন হতে পারে নি। কয়েকটি হয়ে স্থগিত হয়ে যায়। যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র এবং বাকিগুলোর ক্ষেত্রে এসএসসি রেজাল্টের ওপর ভিত্তি করে এই রেজাল্ট দেয়া হয়।