আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রোয়াংছড়িতে ইউপি নিবার্চনে ফরম জমা দেওয়া সম্পন্ন

হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১০:৫৯:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

সারা দেশেরে ন্যায় বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় আসন্ন ইউনিয়ন নিবার্চনে চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে। রোয়াংছড়ি  উপজেলার ৪ টি ইউপি হতে চেয়ারম্যান,সংরক্ষিত এবং মেম্বার পদ- (প্রার্থীগন )নিজ উদ্যোগে নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে  মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  রোয়াংছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ মনোনীত  চেয়ারম্যান পদপ্রার্থী ০৪ জন বিদ্রোহী প্রার্থী ২জন স্বতন্ত্র প্রার্থী ১৩  জন সহ মোট ১৯ জন।

এছাড়া সংরক্ষিত আসনে ২৮জন এবং মেম্বার পদপ্রার্থী হিসেবে ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রোয়াংছড়ি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনিত চেয়ারম্যান মেহ্লাঅং মারমা,  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর থোয়াইচপ্রু মারমা, সাহ্লামং মারমা, মংহাইনু মারমা, পুরুকান্তি তঞ্চঙ্গ্যা, বাবুল তঞ্চঙ্গ্যা, স্বতন্ত্র প্রার্থীর উমংসিং মারমা, অংশৈমং মারমা। তারাছা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনিত চেয়ারম্যান উথোয়াইচিং মারমা,  স্বতন্ত্র প্রার্থী শৈনুপ্রু মারমা, উনুমং মারমা।

আলেক্ষ্যং ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কমল কান্তি বড়ুয়া, লাপ্রাদ ত্রিপুরা, হ্লাশৈসিং মারমা, স্বতন্ত্র প্রার্থী মাশৈখিং মারমা (মহিলা চেয়ারম্যান প্রার্থীর) । নোয়াপতং ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনিত চেয়ারম্যান চনুমং মারমা, স্বতন্ত্র প্রার্থীর হিসেবে জেএসএস এর শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, বিএনপি  মংপু মারমা।