শনিবার ১৮ মে ভোর ৬টার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফুলতলী এলাকায় বাংলাদেশ -মিয়ানমার সীমান্ত এলাকার ৪৮ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমারের ভিতর থেকে ১টি বিশালাকারের বিস্ফোরণের শব্দ নাইক্ষ্যংছড়ি ৪৮ সীমান্ত পিলারের সোজাসুজি বাংলাদেশের এক কিলোমিটার ভিতরে এসেছে বলে জানান সীমান্ত এলাকার বাসিন্দা মোঃ বাবুল হোসেন এবং নুর আলম। উল্লেখ্য ঐ সীমান্ত পিলারের মিয়ানমারের অংশ থেকে গত এক সপ্তাহে কয়েক বার গোলাগুলির তিব্র আওয়াজ নাইক্ষ্যংছড়ির অংশে এসেছে এবং চলতি মাসের ১২ মে রোববার ভোরে বামহাতির ছড়ার মৃত্যু বদিউজ্জামানের ছেলে,আবুল কালাম বিভিন্ন প্রকার শুকনো খাবার নিয়ে মিয়ানমারের ভিতরে বিক্রি করতে গেলে তাকে সকাল ৮ টার সময় মাথায় গুলি করে হত্যা করে মিয়ানমার বিদ্রোহী আরকান আর্মির সদস্যরা। সীমান্ত এলাকার বসবাসকারী মোঃ ফুরকানের ধারণা,১৮ মে ভোরে মিয়ানমার অংশ থেকে বিস্ফোরণের যে শব্দটি এসেছে সেটি সম্ভবত ল্যান্ড মাইন বিস্ফোরণের আওয়াজ হতে পারে? হয়তো সীমান্ত এলাকা দিয়ে কোন চোরাকারবারিরা অবৈধ কিছু আনা নেওয়ার কাজে গেলে অসতর্ক অবস্থায় পায়ের স্পর্শে উক্ত ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়, নয়তোবা কোন জীবজন্তুর চলাচল রত অবস্থায় তাদের পায়ের স্পর্শেও বিস্ফোরণের কারণ হতে পারে।তবে হতাহতের সম্পর্কে কোন সঠিক খবর এই খবর লিখা পযর্ন্ত পাওয়া যায়নি।