আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি থেকে মিয়ানমারে পাচারের জন‍্য মজুদ করা বিভিন্ন পণ্য সামগ্রী আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ৫ জুন ২০২৪ ০৯:২৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বিজিবি কর্তৃক বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। বুধবার  বিকেলে নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ হাতিমারাঝিড়ি বিওপির টহল দল কতৃক বাংলাদেশের অভ্যন্তরে কাইল্ল্যাঝিরি নামক স্থান থেকে অবৈধভাবে বাংলাদেশী পণ্য  মিয়ানমারে পাচারকালে মালিক বিহীন অবস্থায়  বিভিন্ন প্রকার বাংলাদেশি সামগ্রী উদ্ধার করা হয়।

উল্লেখ্য পাচারকালে বিজিবির টহলের উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পণ্য সামগ্রী রেখে পাশ্ববর্তী গহীন জঙ্গলে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া  বিভিন্ন প্রকার পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে,৪০ কাটুন বিভিন্ন কোম্পানির বিস্কুট ।২৬ লিটার সোয়াবিন তৈল।

৩০ লিটার পুষ্টি কোম্পানির বিশুদ্ধ পানি। অপর দিকে নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আম বাগান নামক স্থান থেকে সকালে ৩৪ বিজিবির সদস্যরা পাচারের জন‍্য রাখা বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী আটক করে। 

উদ্ধারকৃত পণ্য সামগ্রী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়ারধীন রয়েছে রয়েছে বলে জানা গেছে।