আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির বাইশারী থেকে ১৫০ লিটার চোলাই মদ আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ ০৭:১২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ির উপজেলার  বাইশারী পুলিশ কর্তৃক মালিক বিহীন ১৫০ লিটার চোলাই মদ আটক করা হয়েছে। ১২জুন রাত ১ টা ৩০ মিনিটের সময়  বাইশারী ৮ নং ওয়ার্ডের হরিণখাইয়া রাস্তার উপর থেকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের  পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্স কর্তৃক পরিত্যক্ত মালিক বিহীন ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে।  উক্ত চোলাই মদ স্থানীয় মাদক ব‍্যাবসায়ীদের সহযোগিতায় বাইশারী উপজাতি পাড়া থেকে  মদ গুলো মিয়ানমারে পাচারের জন‍্য পরিবহণকালে স্থানীয় লোকজন উপরোল্লেখিত স্থানে প্রতিরোধ করলে, চোরা কারবারিরা বস্তা ভর্তি মদ গুলো ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশকে জানালে পুলিশ এসে মদগুলো উদ্ধার করে।পুলিশ ঘটনা স্থলে আসার আগেই  মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রত পালিয়ে যায়। উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকার কয়েকটি পয়েন্ট দিয়ে চলতি সময়ে প্রচুর পরিমাণ চোলাই মদ  মিয়ানমারে পাচার  হচ্ছে, মিয়ানমার সীমান্তের অভ‍্যন্তরের কয়েক কিলোমিটারের মধ্যে তেমন জনবসতি না থাকাতে আগেকার মত চোলাই মদ তৈরিতে ভাটা পড়ে।মিয়ানমার  সীমান্ত এলাকায় থাকা বিদ্রোহী সংগঠন আরকান আর্মির সদস্যদের কাছে চুলাই মদের ব‍্যাপক চাহিদা থাকার ফলে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রথা অবলম্বন করে চোরাকারবারিরা নাইক্ষ‍্যংছড়ির বিভিন্ন উপজাতি পল্লী থেকে চুলাই মদ সংগ্রহ করে অতি মুনাফার মাধ্যমে পাচার করছে মিয়ানমারে।