আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মো. ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ০৯:৩৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার  সদর ইউনিয়নের ১১বিজিবি’র ফুলতলী বিওপি’র বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৩২০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। 

বাংলাদেশের অভ্যন্তরে ফুলতলী সীমান্তে রোহিঙ্গাটটিলা নামক স্থান থেকে আটক করা হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ফুলতলী বিওপি’র বিশেষ টহল দল বিওপি থেকে আনুমানিক ২০০ গজ দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী রোহিঙ্গাটিলা নামক স্থান থেকে ইয়াবাসহ নুর ইসলাম নামের  এক মাদক পাচারকারীকে আটক করে।

আটককৃত মাদক পাচারকারী হলেন,রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়ার দীন মোহাম্মদ এর 

পুত্র নুর ইসলাম (২৫)।

আটককৃত ব্যক্তি  ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

১১ বিজিবি থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 

গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলী বিওপি কমন্ডার এর  নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি ফুলতলী  বিওপির বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট

কর্ণেল সাহেল আহমেদ নোবেল এসি, বলেন,

মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।