আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

কাউন্সিলর সাইফুদ্দিন,শাফায়েত ও সাইফুল ইসলাম সোহেলকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেলাল আহমদ, লামা : | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামা পৌরসভার সাবেক কাউন্সিলর জোসনা বেগম ও তার ভাই মজিবুল হক মিলন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে মিথ্যাচার করা হয়েছে বলে দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রতিপক্ষ মো. সাইফুদ্দিন। বুধবার ২৫ ডিসেম্বর বিকালে লামা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাইফুদ্দিনের মামাত ভাই সাফায়েত হোসেন রাসেল ও সাইফুল ইসলাম সোহেলও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লামা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সাইফুদ্দিন বলেন, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে জোসনা বেগমদের দুইটি খামার ঘর, নির্মানাধিন আরও দুটি ঘরের জন্য কেনা ৬ লাখ টাকার ৯০০ বাঁশ ও ২৫০টি খুঁটি লুটপাট ও প্রাণ নাশের হুমকির অভিযোগ তুলে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। আমি ও আমার ভাইদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ প্রণোদিত। আমরা জোসনা বেগমদের ঘর ভাংচুর লুটপাট করিনি, চাঁদা দাবী ত দূরের কথা। মূলত আমি ও আমার মামাত ভাইয়েরা মিলে মরহুম মুক্তিযোদ্ধা শাহ জাহান চৌধুরীর স্ত্রী হালিমা বেগমের কাছ থেকে ৫ একর জায়গা লীজ নিয়ে খামার ঘর নির্মাণ করি। পরে ওই জায়গা জোসনা বেগমরা দাবী করে আমাদের নির্মিত ঘর ভাংচুর করে নতুন করে ঘর নির্মাণের চেষ্টা করেন। এ সময় আমরা বাধা প্রদান করলে তারা আবার ঘরের মালামাল খুলে নিয়ে যায়। পরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিজ্ঞ উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী অভিযোগ করেন।হুমকির শিকার হয়ে জীবনের নিরাপত্তা ও জায়গা রক্ষা করতে আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছি।