আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক পিকনিক: আড়ম্বরপূর্ণ আয়োজন ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:০৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক পিকনিক সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ৭টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে শতাধিক আইনজীবী নিয়ে ট্রেন যাত্রা শুরু হয়। পিকনিকের মূল পর্ব অনুষ্ঠিত হয় কক্সবাজারে, যেখানে দুপুরে হোটেল সী ওয়ার্ল্ডে মধ্যাহ্নভোজন এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দিনটি উদযাপিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খালেদ শাহনেওয়াজ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ছাবিদুর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ কামাল ও অ্যাডভোকেট তৌহিদুল মনির চৌধুরী টিপু।

 

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নিজাম উদ্দিন। পিকনিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহিউদ্দিন হাসেমীর নেতৃত্বে এবং অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরীর সার্বিক সহযোগিতায় এই আয়োজন সফল হয়। এতে অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজান, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট তৃপ্তি দত্ত এবং কার্যনির্বাহী সদস্য ও অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু সহ অন্যান্য সদস্যরা সক্রিয় ভূমিকা রাখেন।

 

পিকনিকের বিশেষ আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র, যেখানে ২১টি পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থাও ছিল।

 

পিকনিকের আনুষ্ঠানিকতা ২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৫:৩০ মিনিটে শেষ হয়। পরবর্তীতে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযুগে অংশগ্রহণকারীরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। উচ্ছ্বাস, আনন্দ, এবং সম্প্রীতির এই মিলনমেলা অংশগ্রহণকারীদের স্মৃতিতে এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।