বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বান্দরবানের আলীকদম ইউনিটির আয়োজনে উপজেলায় পর্যটন সংশ্লিষ্ট ট্যুর অপারেটর (ট্যুর গাইডের) সকল সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী ) বেলা ১২ ঘটিকার সময় আলীকদম উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলীকদম ইউনিটির আয়োজনে পর্যটন সংশ্লিষ্ট ট্যুর অপারেটর গাইডের ৭০ জন সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর্জা জহির উদ্দীন, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমেদসহ পর্যটন সংশ্লিষ্ট সকল ট্যুর অপারেটর সকল সদস্য বৃন্দ।
শীতবস্ত্র বিতরণ কালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন বলেন, আলীকদম উপজেলার অপার সম্ভাবনাময় পর্যটন স্পট সমূহ পর্যটকদের মাঝে তুলে ধরতে হবে।যারা অত্র উপজেলায় টুরিস্ট হিসেবে ভ্রমণ করতে আসেন তাদের কে গুনগত মানের সেবা দিতে হবে।
তিনি আরও বলেন,আগত পর্যটক ও টুরিস্টদের ভালো মানের সেবা দিলে তারা এখানে ভ্রমণের জন্য আরও উৎসাহিত হবে। সেবার মান ভালো হলে অন্যদের কেউ আসতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলীকদমকে পর্যটন এলাকার হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।