আজ রবিবার ১৬ জুন ২০২৪, ২রা আষাঢ় ১৪৩১

সাংবাদিকদের নিরপেক্ষ লিখনিতে আধুনিক ফটিকছড়ির ভিত রচনা করবে- নাজিম মুহুরী

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ মে ২০২৪ ০৮:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী বলেছেন, জাতীর ক্রান্তি লগ্নে সাংবাদিকরা তাদের নিরপেক্ষ লেখনির মাধ্যমে সঠিক পথ দেখিয়েছেন। জঙ্গীবাদ সন্ত্রাসবাদ লুটতারাজ, টেন্ডারবাজ, ভোট ডাকাতদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন। ২১ মে ফটিকছড়ির মানুষ অতীতের ভোট ডাকাতদের উচিত জবাব দিয়েছেন ভোটের মাধ্যমে। ফটিকছড়ির সাংবাদিকরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। তবুও তারা সঠিক সংবাদ লিখে জাতির কাছে তুলে ধরেছে। আশা করি তারা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং তাদের নিরপেক্ষ লিখনিতে আধুনিক ফটিকছড়ির ভিত রচনা করবে। গত বুধবার রাতে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতকালে তিনি এই মন্তব্য করেন। 

 

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ, এস এম আক্কাছ, ইকবাল হোসেন মঞ্জু, শহিদুল আলম, আবু মনসুর, এনামুল হক, সালাহউদ্দিন জিকু, রফিকুল ইসলাম,

ওবাইদুল আকবর রুবেল, সাইফুল ইসলাম, কামরুল হাসান সবুজ, নুরুল আবসার নুরী প্রমুখ।

 

ভাইস চেয়ারম্যন জসিম উদ্দিন ও শারমিন আক্তার নুপুরের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।