আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

হাজীদের চলাচলের রাস্তা ঠান্ডা রাখায় এবার ব্যবহৃত হচ্ছে "রোড কুলিং মেটারিয়াল"

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : শনিবার ১৫ জুন ২০২৪ ০৭:৫৬:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

এবছর হজ্জকালীন সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার পূর্বাভাসের ফলে আগে থেকেই হজ্জের সাথে সংশ্লিষ্ট কিছু স্থানে ব্যবহার করা হচ্ছে "রোড কুলিং মেটারিয়াল"। যা অত্যধিক সূর্যের তাপে রাস্তার গরম হওয়া রোধ করবে।

 

সৌদি সড়ক বিভাগের মুখপাত্র আব্দুল আজিজ আল ওতাইবি বলেন, সূর্য উঠার পর পিচ ঢালা রাস্তাগুলো তাপ শোষন করতে থাকে, যা সূর্য ডোবার আগে ৭০ ডিগ্রী পর্যন্ত হয়ে থাকে। যার ফলে পুরো এলাকাটিকে একটা গরম দ্বীপের মত মনে হয়।

 

তিনি বলেন, "রোড কুলিং মেটারিয়াল" রাস্তাগুলোকে তাপ শোষনে বাধা দেয় এবং তাপমাত্রা কম রাখতে সাহায্য করে।

 

রোড কুলিং মেটারিয়াল মিনা, আরাফা ও মুজদালিফায় ব্যবহার করা হচ্ছে। গতবছর পরীক্ষা মূলক ভাবে জামারার চত্বরে প্রথম "রোড কুলিং মেটারিয়াল" ব্যবহার করা হয়। পরীক্ষা সফল হওয়ায় এ বছর এর পরিধি বাড়ানো হল।

 

আরাফাতের নামিরা মসজিদ এলাকায় ২৫ হাজার স্কয়ার মিটার জায়গায় এ মেটারিয়াল ব্যবহার করা হয়েছে। এ মেটারিয়াল ব্যবহারের ফলে ঐ স্থানের তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমে আসে।