আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

আবাহায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : রবিবার ১৬ জুন ২০২৪ ০৫:২৯:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরবের আবাহায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিদওয়ানুল হক হৃদয় (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

গত ১৬ জুন রবিবার রাত সাড়ে ৮-টার সময সৌদি আরবের আবাহা অঞ্চলের মাহাইল এলাকায় রাস্তা পারাপার সময এ দু'ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মফিজ কোম্পানি পাড়ার আবুল হাসেম সওদাগরের  পুত্র।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে সড়ক পার হবার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পান। সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত হৃদয় প্রায় ২ বছর আগে জীবিকার তাগিদে সৌদিয়া আরব গিয়েছিলেন। সেখানে তিনি চাচার দোকানে চাকুরী করতেন বলে জানা 

এদিকে, হৃদয়ে মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

বর্তমানে নিহত প্রবাসী লাশ দেশটির স্হানীয় একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।