আজ বুধবার ২৬ জুন ২০২৪, ১১ই আষাঢ় ১৪৩১

লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে আওয়ামী লীগ নেতাকে অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : রবিবার ১৬ জুন ২০২৪ ০৫:৩০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ার আধুনগর কুলপাগলী এলাকায় পাহাড় কাটার অপরাধে নুরুল কবির নামের এক আওয়ামী লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (১৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান।

 

জরিমানা আদায়কৃত নুরুল কবির আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আধুনগর কুলপাগলী গ্রামের মৃত গুরা মিয়া ফকিরের ছেলে।

 

জানা যায়, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির দীর্ঘদিন ধরে আধুনগর কুরপাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়টি কেটে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে আসছে। পাহাড়টির প্রায় অংশ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে পাহাড় কাটার অপরাধে নুরুল কবিরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান বলেন, উপজেলার আধুনগর কুলপাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে সরিজমিন পরিদর্শন করি। মাটি কাটার সময় নুরুল কবির নামের এক ব্যক্তিকে আটক করা হয়। একইদিন দুপুরে মাটি কাটার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা  করেছে ভ্রম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধ করার পর শর্ত সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।