আজ রবিবার ১৬ জুন ২০২৪, ২রা আষাঢ় ১৪৩১

সন্দ্বীপ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ মে ২০২৪ ০৩:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ  উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার  (২৩ মে )  উপজেলা পরিষদের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স  হল রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ)  আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। 

 

সভায় মাদক চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ  বিষয় এবং সাগরে ৬৫ দিনের মৎস্য নিষেধাজ্ঞা আলোচনা ও সিদ্বান্ত গৃহীত হয়। এবং আসন্ন ঈদুল আজহা কুরবানির পশুর হাটে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে জনসাধারণ  পশু ক্রয় বিক্রয় করতে পারে সে ব্যাপারে আলোচনা করা হয়। 

 

 

সন্দ্বীপ  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমার  সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি মোঃ তাসফিক সিফাত উল্ল্যাহ, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ কবির হোসেন,  উপজেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান ওমর ফারুক , নব নির্বাচিত উপজেলা পরিষদ মহিলা ভাইস  চেয়ারম্যান হালিমা বেগম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, পৌর প্যানেল মেয়র আবু তাহের, 

 উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন এতে  স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।