আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

রামগড়ে ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের দুই নেতা আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:৫২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

জেলার রামগড়ে দেশব্যাপী চলা অপারেশন ডেভিল হান্টের অভিযানে ধরা পড়েছে আওয়ামীলীগের দুই নেতা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মন্তাজ মিয়ার ছেলে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. মহিউদ্দিন মেম্বার (৪২),৪নং ওয়ার্ডের মাহবুবনগর এলাকার আব্দুর রবের ছেলে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন (২৮)। ইউপি মেম্বার মহিউদ্দিনের বিরুদ্ধে রামগড় থানায় ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, দুইটি মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, সোমবার উপজেলার মাহবুবনগর এলাকা থেকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইউছুফ পাটোয়ারী ও সদস্য মো. আলমগীর হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।