আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

ফটিকছড়ির চেয়ারম্যান শাহীন কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০৮:১৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ফটিকছড়ির লেলাং ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন। বুধবার (১২ ফেব্রুয়ারী) উচ্ছ্বসিত স্বজনরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম জেলা কারাগার থেকে গ্রহণ করেন।

 

বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যানের আইনজীবি এ কবির করিম বলেন, ‘গত ৮ জানুয়ারী তিনি আটক হলে ৯ জানুয়ারী হাকিমের আদালতে হাজির করা হয়। এসময় চেয়ারম্যানের জামিন আবেদন করলে এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম সরওয়ার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। পরবর্তীতে আজ বুধবার ধার্য্য তারিখে পূনরায় জামিনের আবেদন করা হলে হাকিম তা মঞ্জুর করে  মুক্তির আদেশ দেন। 

 

চট্টগ্রামের হাটহাজারী থানায় হেফাজত অধ্যুষিত মাদ্রাসার ছাত্রহত্যা মামলায় গত ৮ জানুয়ারী ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনকে চট্টগ্রাম নগরী থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

 

গ্রেফতারের পর এক মাস ধরে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয়রা। তাঁকে ছাড়াতে একাট্টা হয় এলাকার বাসিন্দারা।

 

ইউনিয়নের বাসিন্দারা জানান, সম্পূর্ণ মিথ্যা মামলায় শাহীনকে কারাগারে পাঠানো হয়। যা ছিল বড় চক্রান্ত।'

 

সংবাদকর্মী মোস্তফা কামরুল বলেন, ‘তিনি মেধা, মনন ও প্রজ্ঞায় গড়েছেন উজ্জ্বল অধ্যায়। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যে অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি।’ 

 

চেয়ারম্যানের মুক্তিতে উচ্ছ্বসিত তাঁর স্বজনেরা। তারা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি মিস্টিমুখও করেন। চেয়ারম্যানের ছোট ভাই মো. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘আজ সকলের মিষ্টি মুখের দিন। ভাই নিবেদিত প্রাণ আপাদমস্তক সেবক। তাঁকে নিয়ে কিছু মানুষ নোংরা রাজনীতিতে ব্যস্থ। বিচারের ভার এলাকাবাসীর।’