![](https://thedailyshangu.com/storage/476377576-1289789558940107-2937443103641995615-n.jpg)
লোহাগাড়ার তিন ইটভাটায় চুল্লি ও পাকা ইটে পানি ছিটিয়ে দেয় পরিবেশ অধিদফতর ও স্থানীয় প্রশাসনের নেয়া দমকল বাহিনীর লোকজন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লোহাগাড়ার পদুয়ায় সেভেন.বি.এম, চরম্বা এলাকায় এমবিএম ও এনবিকে ইটভাটায় পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে লোহাগাড়ার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারী কমিশানর (ভূমি) ফারিস্তা করিম এর নেতৃতে পরিবেশ অধিদফতর লোহাগাড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুদ্দিন ফয়সাল, লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার রাখাল চন্দ্র রুদ্র ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ওইসব তিন ইটভাটায় মালিক পক্ষ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে দমকল বাহিনীর লোকজন দিয়ে সেভেনবিএম ও এমবিএম ইটভাটার চুল্লিতে পানি ছিটিয়ে ও এনবিএম ইটভাটার চুল্লিতে পানি ছিটিয়ে এবং কিছু অংশ স্কেভেটর দিয়ে ভাটা ভেঙে অভিযান শেষ করেন।
অভিযান পরিচালনাকারীরা দাবি করছেন, তিনটি ভাটাই কোন কাগজপত্র না থাকায় সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটা হাতির গায়ে নুনের ছিটা মাত্র। অল্প পানির ছিটায় কোনো ভাটার জ্বলন্ত আগুন নেভে না। বুধবার নামমাত্র অভিযান পরিচালনা করে মাত্র তিনটি ইটভাটায় পানির ছিটা দিয়েই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন সংশ্লিষ্টরা। একই জায়গায় আরও কয়েকটি ভাটা থাকলেও অভিযানকারীরা সেদিকে ফিরেও তাকাননি। অথচ এক ভাটা থেকে আরেক ভাটার দূরত্ব ২শ-৩শ ফুট।
অভিযানমুক্ত ওইসব ভাটার বিরুদ্ধে পাহাড় এবং ধানি জমির টপ সয়েল কাটা ও সরকারি-বেসরকারিভাবে সৃজিত বাগান সাবাড় করার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। সংশ্লিষ্ট প্রশাসনের কর্তাব্যক্তিদের মাসোহারায় হেরফের হওয়ায় এ লোক দেখানো অভিযান। অপরদিকে ভাটা মালিকদের ভীতির মধ্যে রাখতে অভিযানের নামে আইওয়াশ করা হয়েছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারী কমিশানর (ভূমি) ফারিস্তা করিম বলেন, সময়ের অভাবে অন্য ভাটাগুলোতে অভিযান পরিচালনা সম্ভব হয়নি। সারাদিন সাতকানিয়া-লোহাগাড়ায় অভিযান পরিচালনা করে ক্লান্ত হওয়ার অযুহাত দেখিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এই কর্মকর্তা।