আজ রবিবার ১২ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

রামগড়ে কৃষকদের সেচ মেশিন ও হাসপাতালে পানির ফিল্টার দিলেন জেলা মহিলা ক্লাব

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:০৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার দূর্গম হাজাছড়ার কৃষকদের জন্য একটি সেচ মেশিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ খাবার পানি সমস্যা সমাধানে একটি রিভার্স অসমোসিস ইলেকট্রিক পানির ফিল্টার বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা মহিলা ক্লাব।

শনিবার সকালে রামগড়  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেচ মেশিন ও রিভার্স অসমোসিস ইলেকট্রিক পানির ফিল্টার প্রদান করেন জেলা মহিলা ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান মহোদয়ের সহধর্মিণী ইঞ্জিনিয়ার রাবেয়া চৌধুরী। 

দূর্গম হাজাছড়ায় সেচ মেশিন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ফিল্টার প্রদান করায় জেলা মহিলা ক্লাবের সভানেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন হাজাছড়ার কৃষক ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।