আজ রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের জন‍্য মজুদ করা বিপুল মালামাল আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ০৯:১৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি  ১১ বিজিবি ভালুখাইয়া বিওপির টহলদল কতৃর্ক মালিকবিহীন বিভিন্ন প্রকার মালামাল আটক করা করা হয়েছে।

মঙ্গলবার  ১৯ মার্চ দুপুর একটার সময়  নাইক্ষ্যংছড়ি  ১১ বিজিবি এর অধীনস্থ ভালুখাইয়া বিওপির  হাবিলদার মোঃ মুকুল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহলদল সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন বাংলাদেশী হরেক পদের মালামাল আটক করতে সক্ষম হন। আটক আটকৃত মালামালের মধ‍্য রয়েছে 

মিল্কং বিস্কুট- ৪৩ কার্টুন, এনার্জি বিস্কুট- ১০ কার্টুন, কোকোনাট বিস্কুট- ১৭ কার্টুন, অরেঞ্জ বিস্কুট- ২৬ কর্টুন, পিউর বিস্কুট-৪ কর্টুন, জি নাটি বিস্কুট- ০৫ কর্টুন, মজার বিস্কুট- ৯০ কর্টুন, রসুন- ১৩ কেজি, শুকনা মরিচ- ২৭ কেজি, চিনি- ৪ কেজি, কিশোয়ান নুডুলস- ৪ প্যাকেট, নুডুলস মিনি- ৩৬ প্যাকেট, মিস্ক কপি- ৩ প্যাকেট, লিচু- ২৫ প্যাকেট, জেলী ড্রিংক- ৪০ পিচ, ললিপপ- ২২০ পিচ, ফুডিং- ১ বয়ম, শনপাপড়ী-১ বয়ম, স্টারশীপ দুধ- ১৮ কৌটা, বরই আচার- ১০ প্যাকেট, প্রজাপতি বল সাবান- ১২০ টি,  লাক্স সাবান- ১২ টি, তিব্বত সাবান- ২৪ টি, কেয়া সাবান-১২ টি, হুইল পাউডার- ১০ প্যাকেট, গ্যাস লাইট- ৪৯৯ টি, হিরো সিগারেট- ৮০ প্যাকেট, আকিজ বিড়ি- ৪০ প্যাকেট, জর্দা-৪২ কৌটা, পাতা জর্দা- ৫০ প্যাকেট, রুবি পান খয়ের- ৩৬ প্যকেট, গিয়ার কোল্ড ড্রিংস- ২০ টি, প্লাষ্টিক ড্রাম- ১ টি, readmi A2 mobail phone- ১ টি,readmi 12 mobail phone- ১ টি,symphone A30 mobail phone- ১ টি, symphone D43 mobail phone- ০১ টি, খখ, symphon L255 mobail phone- ১ টি,ব্লুটুথ এয়ার ফোন- ২ টি, পাওয়ার ব্যাংক- ২ টি, ব্লুটুথ সাউন্ড বক্স- ৩ টি, USB Charger- ২ টি, টর্চ লাইট- ৪ টি, মেমোরি কার্ড (১৬/৩২ জিবি)- ২ টি।

আটক ক্রিত বিভিন্ন ধরণের মালামাল গুলো নাইক্ষ‍্যংছড়ি ব‍্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি বিজিবির এমন অভিযান কে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, এভাবে দেশের তৈরি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন মালামালে এভাবে পাচার হতে থাকে তাহলে  দেশের ভিতরে সংকট তৈরি হয়ে বাড়তে থাকবে দাম।