আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : শনিবার ৪ মে ২০২৪ ০৩:০৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মহেশখালী উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ  নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মসূচী'র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে ও মহেশখালী উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় ৩ মে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমার সভাপতিত্বে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচী'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরান। বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার  মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম(বার), জেলা রিটার্নিং অফিসার  ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন, সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল রাম প্রসাদ ভক্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ  তাছবীর হোসেন, মহেশখালী  থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী।এছাড়াও  প্রশিক্ষক সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন। এদিকে ১লা মে হতে ২রা মে প্রশিক্ষণ কর্মসূচী'র ১ম ধাপ অনুষ্ঠিত হয়েছে।