আজ রবিবার ১২ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় এলো বড় শব্দের মর্টারশেল বিস্ফোরণের শব্দ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:১২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বেশ কয়েকদিন বন্ধ ছিল গোলাবারুদ বিস্ফোরণের শব্দ আসা,আবারও নতুন করে মর্টারশেল বিস্ফোরণের বড় শব্দ এসেছে শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের আষাঢ়তলী-জামছড়ি এলাকার ৪৫/৪৬ সীমান্ত পিলারের মাঝামাঝি জায়গা দিয়ে পরপর ৪টি মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ মিয়ানমারের ভিতর থেকে জামছড়ি এলাকায় আসে বলে জানান ঐ এলাকার বর্তমান ইউপি সদস্য মোঃ সাবের। তিনি আরো জানান অনুরুপ শব্দ শুক্রবার দুপুরের দিকেও এসেছিল তার এলাকায়।আমতলি এলাকার ইউপি সদস্য মোঃ ফরিদ জানান,তাদের এলাকার সীমান্ত জনপথ শনিবার শান্ত ছিল কিন্তু শুক্রবারে বিকালের সময় বড় শব্দের ৫টি বিস্ফোরিত শব্দ মিয়ানমার অভ্যন্তর থেকে তাদের এলাকায় এসেছে। ধারণা করা হচ্ছে মিয়ানমারের ভিতরে সশস্ত্র কয়েকটি বিদ্রোহী গ্রুপ এবং সে দেশের সরকার নিয়ন্ত্রিত সর্ব বাহিনীর সঙ্গে তাদের অভ্যন্তরীণ আধিপত্য  লড়াইয়ে তুমুল যুদ্ধ চলছে। ওই যুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী এবং বর্ডার গার্ড পুলিশ বিজিপি বিদ্রোহীদের হাতে অনেক অবজারভেশন পোস্ট,ক্যাম্প এবং ব্যাটালিয়ন হাতছাড়া হয়ে বিদ্রোহী গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। ওই চলে যাওয়া ক্যাম্প গুলো পুনরায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন মিয়ানমার বাহিনীর সদস্যরা। উক্ত খোয়ে যাওয়া পোস্ট গুলো উদ্ধার প্রক্রিয়া চালা গিয়ে ভারি অস্ত্রশস্ত্র ব্যবহার করে আসছে মিয়ানমার বাহিনী,হয়তো বিদ্রোহী গ্রুপের সঙ্গে সংঘর্ষ চলাকালে মর্টারশেল বিস্ফোরণের শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় এসেছে।