নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভালুকখাইয়া বিওপির টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় অকটেন ও বিভিন্ন প্রকার বিস্কুট আটক করা হয়েছে।
বুধবার ২০ মার্চ সকাল ১০টা ৫০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ১১ বিজিবির
এর আওতাধীন ভালুকখাইয়া বিওপির হাবিলদার লুৎফর রহমান এর নেতৃত্বে টহলদল কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ৭০ লিটার অকটেন,বিভিন্ন প্রকার বিস্কুট ৩৪ কার্টুন আটক করতে সক্ষম হন,আটক করা মালামাল জোন সদরে জমা করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। উল্লেখ্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন দূর্গম জায়গা দিয়ে সিমান্ত এলাকার লোকজনের সমন্বয়ে চোরাকারবারিরা প্রায় অর্ধশত প্রকার মালামাল মিয়ানমারে পাচার করে অধিক দামে বিক্রি করে ফাইদা হাসিল করছে।স্থানীয় কয়েকজনের সঙ্গে সীমান্ত দিয়ে চোরাচালানের বিষয়ে কথা বলে জানা যায়, এই চোরাচালানের সঙ্গে জড়িত শতকরা ৯০% লোকজন বর্ডার এলাকার বাসিন্দা হওয়াতে বিভিন্ন কৌশলে তারা অনেক ধরণের মালামাল মিয়ামারে পাচার করে। স্থানীয় নুরুজ্জামান জানান বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধ করার জন্য দিন রাত কঠোর ভাবে কাজ করে যাচ্ছে। কিছু কিছু দূর্গম জায়গা থাকাতে হিমশিম খেতে হয় বিজিবি সদস্যদের।