আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবান এপেক্স ক্লাবের উদ্যোগে বৌদ্ধ অনাথালয়ে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০৯:২৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

এপেক্স ক্লাব অব বান্দরবান এবং এপেক্স ক্লাব অব নীলাচলের যৌথ উদ্যোগে বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এপেক্স বাংলাদেশের মাস ব্যাপী সেবা মাস উপলক্ষে বান্দরবানের সদরের বৌদ্ধ অনাথালয় আশ্রমে এতিম ছাত্রদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবান ও নীলাচলের যৌথ উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ তিক্ষিন্তিয় মহাথের। এ সময় অন্যান্যের মধ্যে এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. মোজাম্মেল হক ও নীলাচলের সভাপতি এপে. উখিং মে হিলী।

এপেক্স ক্লাব অব নীলাচলের পিপি এপে. নীলাধন তং, পিডিজি-৩ এপে. কামাল পাশা, ২০২৫ সালের বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু, সেক্রেটারী এপে. নেউইন, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি এপে. উনিহ্লা, এসভিপি এপে. পাপন বড়ুয়া, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এপেক্স ক্লাব একটি সেবামূলক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সেবামূলক কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে সারাদেশের ন্যায় বান্দরবানেও প্রসংশা কুড়িয়েছে। তাদের এই মহতী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।