আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে পুলিশের হাতে দুই ছিনতাইকারী আটক

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপে পুলিশের হাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃত দুইজন হলেন আল আমিন ওরফে হালিম (২৪) এবং মো. জুয়েল (৩৬)। তাদের একজন পৌরসভা ৬ নং ওয়ার্ড এবং অন্যজন সারিকাইত ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার রাতে উপজেলার মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নোয়াহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

ঘটনার বিবরণীতে জানা যায়, সন্দ্বীপের এনাম নাহার মোড়ে হাফেজ আলাউদ্দিনের মুদি দোকানের কর্মচারী মগধরা ৬ নং ওয়ার্ডের খন্ডল্লার গৌ বাড়ির ওমর ফারুক ফাহাদ (১৯) প্রতিদিনের ন্যায় ২ ডিসেম্বর সোমবার রাত ৯.৩০ টায় বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে মুছাপুর ৭ নং ওয়ার্ডে বাগাইর গৌ দোকানের উত্তর পার্শে পুকুর সংলগ্ন পূর্বে দুইজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। তখন ফাহাদের কাছে থাকা রিল মি সি থ্রি জিরো মোবাইল ও তিন হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়। ফাহাদ তাদের কাছে মোবাইল ও টাকা ফেরত চাইলে ছিনতাইকারীরা তাকে মারধর করে দক্ষিণ দিকে চলে যায়।

 

ফাহাদ বিষয়টি সন্দ্বীপ থানায় জানালে এসআই শহীদ বিশ্বাস ছিনতাইকারীদের খুঁজতে থাকেন। গতকাল মঙ্গলবার ফাহাদের উপস্থিতিতে রাত সাড়ে ১০ টায় মগধরা নোয়াহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। লোকজনের উপস্থিতিতে আটক জুয়েলের পকেট থেকে মোবাইল ও ১ হাজার টাকা পাওয়া যায়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আটক দুইজনসহ ৩ জনকে আসামী করে ওমর ফারুক ফাহাদ (১৯) সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেছেন, মামলা নং ৩।

 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, অভিযোগকারীর অভিযোগের ভিত্তি ও গোপন সংবাদ পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।