![](https://thedailyshangu.com/storage/294906166-5270638152990764-7736823985873963927-n.jpg)
নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের ৭ম বর্ষে পর্দাপন ও প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আজ ২৮ শে জুলাই বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি স্থানীয় সরকারের উপপরিচালক লুৎফুর রহমান বলেন গণমাধ্যম হচ্ছে সংবিধানের চতুর্থ স্তম্ভ,সাধারণ মানুষ এখনো টেলিভিশন ও পত্রিকায় প্রকাশিত খবর এখনো বিশ্বাস করে সেজন্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড,পর্যটনসহ বান্দরবান পার্বত্যজেলা সম্পর্কে বিশ্ববাসীর কাছে পজিটিভ নিউজ তুলে ধরার আহবান জানান।
সময় টেলিভিশন বান্দরবান জেলা প্রতিনিধি এন এ জাকির এর সঞ্চালনায়
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু"র সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিনারুল হক, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যােতি চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাজিব বিশ্বাসসহ বান্দরবানে কর্মরত প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।