আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

থানচিতে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

থানচি (বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ ০৯:১৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বান্দরবানের থানচি উপজেলা বিএনপির কৃষক দল উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন সভাপতিত্বে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সহ সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি অংজো মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুচমং মারমা, ইউনিয়ন বিএনপির সভাপতি অংসিংনু মারমা,  উপজেলা যুবদলের সহ-সভাপতি থুইঅংছাইং মারমা প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও উপজেলা কৃষক দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষক সমাবেশের বক্তারা বলেন, জিয়াউর রহমানের শাসনামলে দেশের তৃনমুল কৃষকদের যুগপৎভাবে পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয়েছিল। যার ফলে দেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয় এবং বিদেশে খাদ্য রপ্তানি করা হয়। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছর ক্ষমতা থাকা কালে বিএনপির কৃষকেরা সবচেয়ে বেশি অবহেলিত ছিলো। নিজেদের উৎপাদিত কৃষিপণ্য নায‌্যমূল্যে বিক্রি করতে পারতো না। তাই আওয়ামী লীগকে এলাকার থেকে বিচ্যুত করতে হবে।