আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

জনবল সংকট কাটিয়ে দ্রুত সময়ে জনসেবা নিশ্চিত করতে নবগত জেলা প্রশাসকের আশ্বাস

এইচ এম সম্রাট, বান্দরবান: | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ০৯:৪২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

জেলা প্রাশাসক কার্যালয়ে যাবতীয় কাজ দ্রুত সময়ের সময়ের মাধ্যমে সম্পন্ন করে জনসেবা নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বান্দরবান জেলা প্রশাসনের নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি। বুধবার দুপুর সাড়ে ৩টার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্টিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনীময় সভায় তিনি এই আশ্বাস প্রদান করেন। বান্দরবান জেলা প্রশাসনে ৮জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট থাকার কথা থাকলেও বর্তমানে আছে মাত্র ২জন। যার কারনে অফিসিয়াল কার্যক্রমে স্তবিরতা দেখা দেয়। শিগ্রই জনবল স্বয়ংসম্পুর্ন করে খুব দ্রুত সময়ের মধ্যে জনসেবা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন,

এসময় তি‌নি আরো ব‌লেন, আমি ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব থেকে প্রথ‌মে কু‌ষ্টিয়ার জেলা প্রশাসক হি‌সে‌বে পদায়ন করা হলেও পরবর্তী‌তে তা বাতিল করে আমাকে বান্দরবা‌নের জেলা প্রশাসক হি‌সে‌বে পদায়ন করা হয়। তিনি বলেন,পার্বত‌্য  জেলা বান্দরবান অনেক সুন্দর হওয়ায় এজেলার প্রতি আমার দুর্বলতা ছিল।  এরম‌ধ্যে বান্দরবা‌নের জেলা প্রশাসক হিসাবে আমাকে পদায়ন করার খব‌রে আমি খুবই সন্তুষ্ট ছিলাম। ত‌বে কিছুটা ভয় কাজ কর‌ছিল যে, বান্দরবা‌নের সাংবা‌দিক‌দের কোন প্রশ্নের সম্মূখীন হ‌তে হয় কিনা। কিন্তু এখা‌নে এসে আমার সব ভুল ধারনা পা‌ল্টে গে‌ছে।  আস‌লেই বান্দরবা‌নের সবাই প্রকৃত সাংবা‌দিক। এসময় তি‌নি বান্দরবানবাসী‌কে সকল ধর‌নের হয়রানী বন্ধ, ভূ‌মি রে‌জি‌স্ট্রিসহ সকল কা‌জে সহ‌যো‌গিতাসহ বান্দরবানবাসীর জন‌্য নতুন কিছু কর‌বেন ব‌লেও আশ্বস্ত ক‌রেন।

এসময় অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, মো: আবু তা‌লেব, এন‌ডি‌সি আসিফ রায়হান, নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট নবাব আলী, বান্দরবান প্রেস ক্লা‌বের সভাপ‌তি আমিনুল ইসলাম বাচ্চু, সা‌বেক সভাপ‌তি অধ‌্যাপক ওসমান গ‌নি, এটিএন বাংলার মিনারুল হক, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট সহ বান্দরবা‌নের কর্মরত সাংবা‌দিকরা উপস্থিত ছিলেন।