আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

কেএনএফকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান বান্দরবান সেনা রিজিয়নের

আল ফয়সাল বিকাশ, বান্দরবান | প্রকাশের সময় : শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সাথে সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি পিএসসি বলেন, যুদ্ধের মাধ্যমে একটি দেশের পরিচিতি বিশ্বের দরবারে তুলে ধরা যত কঠিন খেলাধুলার মাধ্যমে ঐ দেশের পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে দেয়া তত সহজ। মাঠে খেলোয়াড়দের হাতের পতাকাই তার দেশের নাম উজ্জল করে এবং পরিচয় করিয়ে দেয় বিশ্ব দরবারে।

ব্রিগেড কমান্ডার আরো বলেন, বান্দরবান সকল ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপ্রিয় জায়গা। এই জেলার ঐতিহ্য ও শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব সকলের। কেএনএফ এর কারণে গত কয়েক বছর ধরে পাহাড়ে অস্থিশীল পরিস্থিতি চলছে। ফলে পর্যটনসহ ব্যবসায়িক সকল সেক্টরে এর বিরুপ প্রভাব পড়েছে। সেনা বাহিনী সব সময় পাহাড়ে শান্তির প্রতীক হিসেবে কাজ করে এবং সর্বক্ষেত্রে মানুষের নিরাপত্তাসহ নানা সহযোগিতা দিয়ে যাচ্ছে। কেএনএফ পরিস্থিতির কারণে যারা নিজ বাড়িঘর ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে তারা এদেশের নাগরিক এবং তারা  পরিবার পরিজন নিয়ে নিজ বসত ঘরে ফিরে আসবে এটাই সকলের প্রত্যাশা। রিজিয়ন কমান্ডার আরো বলেন, অস্ত্র দিয়ে নয় ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। সেনা বাহিনীকে ভয় পাওয়ার কিছু নেই তারাও এই দেশের নাগরিক এবং আপনারাও এই জেলার সচেতন মানুষ। তাই আপনাদেরও দায়িত্ব আছে তাদের (কেএনএফ) বুঝানোর। কেএনএফ'র যারা বিপথগামী সদস্য তারাও এই দেশ এবং এই সমাজের মানুষ। চাইলে তাদেরও ক্ষমা করা হতে পারে। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)কে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়ে বান্দরবান জেলার সম্প্রীতি রক্ষা, স্থিতিশীল পরিস্থিতি তৈরী এবং সার্বিক উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

শনিবার সকালে সেনা রিজিয়নের কনফারেন্স হলে আয়োজিত সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠানে তিনি বান্দরবানের ক্রীড়াঙ্গনসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং ক্রীড়া ক্ষেত্রে সাধ্যমত সহযোগিতার আস্বাস দেন। 

এ সময় বান্দরবান সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, ডিএএএন্ড কিউ এমজি, ব্রিগেড মেজর ( বিএম) মোঃ রিয়াদ হোসেন, জিএসও-টু (ইন্ট) মেজর মোঃ সোহেল আহমেদ পিএসসি,  জিএসও - থ্রি  (ইন্ট), মেজর মোঃ শায়েখ উজ জামান, ক্যাপ্টেন 

মোহাম্মদ ইরফানুল ইসলাম, সাংবাদিক আল ফয়সাল বিকাশ, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম মামুন, সহ সভাপতি নিনিপ্রু রাজেশ দাশ, সাধারণ সম্পাদক  থুইসিং প্রু লুবু, অর্থ সম্পাদক এড্যাভোকেট শামসুল হক রনি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক একিনু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বান্দরবান জেলার গর্ব ও অহংকার জাতীয় দলের হকি খেলোয়াড় সাইদুল হক সৈকতের সাথেও সৌজন্য স্বাক্ষাত করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি, পিএসপি। সম্প্রতি জুনিয়র এশিয়াকাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে পরাজিত করে  জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করায় অভিনন্দন জানান তিনি।