আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১

এলাকার জনসাধারণের নিরাপত্তার জোরদারের লক্ষ্যে থানচিতে বিজিবি'র গণসংযোগ

থানচি (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ০২:৫৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

এলাকার নিরাপত্তার, চাঁদাবাজি, অপহরণ, দুস্কৃতিকারীদের কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার লক্ষে জনসাধারণের মাঝে সচেতন করে তুলতে বান্দরবানের থানচিতে বিজিবি'র আয়োজনে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০:৩০ টা সময় বলিপাড়া জোন (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায়, এলাকার জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সচেতনতা বৃদ্ধি, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কর্তৃক সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও দুস্কৃতিকারী কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা ও কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অপারেশন পরিচালনা নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) জোন অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি, এসি সভাপতিত্বে  গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় থানচি ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কর্তৃক সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও দুস্কৃতিকারী কার্যক্রম প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা, কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অপারেশন পরিচালনা, সাম্প্রদায়িক সুবিধা-অসুবিধাসমূহ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্ম নিয়ে কোন প্রকার বিরোধ না করা, কোন প্রকার গুজবে কান না দেয়া, অর্থকরী ফসলের আবাদ বৃদ্ধি করা, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষা প্রদান করা, জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, পাহাড়ী রাস্তায় যান চলাচলে সাবধানতা অবলম্বন, হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালনা, সড়ক দূর্ঘটনা রোধে উপজেলা প্রসাশনের মাধ্যমে মাহেন্দ্র ও চাঁন্দের গাড়ী চালকদের প্রশিক্ষণ প্রদান, বর্তমান সরকারের সংস্কারের পদ্ধতি ও পর্যটন শিল্প চালু করার বিষয়ে আলোচনা করা হয়। 

 

এছাড়া বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহন মালিক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ০৩ দিনব্যাপী থানচিতে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়।

 

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী, থানচি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই নাসির উদ্দীন মজুমদার, থানচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চশাথোয়াই মারমা পকশৈ, রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা (রনি), তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু ম্রো, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, থানচি মৌজা হেডম্যান হ্লাফসু মারমা প্রমুখ। এছাড়া সাংবাদিক, বলিপাড়া জোন এর আওতাধীন হেডম্যান, মেম্বার, বিভিন্ন পাড়ার কারবারি, ব্যবসায়ী, বাঙ্গালী, ক্ষুদ্র নৃ-গোষ্টির প্রায় দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।