আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

বিএনকেএস আয়োজনে ঐতিহাসিক আদিবাসী নারীদের ঘিলা খেলা অনুষ্ঠিত

থানচি (বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

"নারীর মর্যাদা রক্ষা, আমাদের অঙ্গীকার" এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে বিএনকেএস আয়োজনে ডিয়াকোনিয়া সহযোগিতায় ঐতিহাসিক আদিবাসী নারীদের অংশগ্রহণে ঘিলা খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকালে বলিপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং পাড়ার প্রাঙ্গণে ঐতিহাসিক আদিবাসী নারীদের অংশগ্রহণে ঘিলা খেলা অনুষ্ঠিত হয়। গোলাপ দল বনাম কৃষ্ণচূড়া দলের মধ্যে ১১ জনের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হয়ে দীর্ঘ ৩ ঘন্টার পর কৃষ্ণচূড়া দল বিজয়ী হয়।

 

আদিবাসীদের ঐতিহাসিক ঘিলা খেলা বিজয়ী কৃষ্ণচূড়া নারী দলকে খেলার আয়োজক প্রতিষ্ঠান বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাব সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিএনকেএস প্রকল্প পরিচালক ভাননুন সিয়াম বম, থানচি প্রেসক্লাব সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ক্যসাপ্রু মারমা ও বিএনকেএস বলিপাড়া অফিস কর্মকর্তা উবাথোয়াই মারমা প্রমুখ।

 

এছাড়া নাইক্ষ্যং পাড়া জনসাধারণের মধ্যে নারী-পুরুষ ও বিএনকেএস এনজিও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।