আজ শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

পাহাড়ে বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহবান উপদেষ্টা ব্রিগেডিয়ার ড.এম সাখাওয়াত হোসেনের

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৯:০৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য এলাকায় যারা পাহাড়ের গহীণে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে আসার আহবান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন।

৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন।

এসময় উপদেষ্টা বলেন, বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড করে কোন লাভ হয়নি, আগামীতেও হবে না। সবাই মিলে বসে সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে। এসময় উপদেষ্টা আরো বলেন, এই দেশ সকলের তাই সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমাদের কাজ করতে হবে।

এসময় উপদেষ্টা বান্দরবানের সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যাওয়ায সংবাদ শুনে আমি অত্যন্ত দু:খ পেয়েছে বলে মন্তব্য করেন  এবং এই সমস্যা সমাধানে যে সরকারই আসুক না কেন, সেই সাথে স্থানীয় সিনিয়র ব্যক্তিদের নিয়ে এই সমস্যা সমাধান করার আহবান জানান।

এসময় বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেডের কর্মান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান , পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞঞানন্দ মহাথের, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক মিলটন মহুরীসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সড়ক পথে নৌ পরিবহণ,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের (অব:) ড.এম সাখাওয়াত হোসেন বান্দরবান পৌঁছে সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং বৌদ্ধ অনাথালয় প্রাঙ্গনে একটি চারা রোপন করেন।