![](https://thedailyshangu.com/storage/475947302-1837762043661002-5394890256264020902-n.jpg)
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ শিশু মেধাবৃত্তি-২০২৪ প্রদান অনুষ্ঠান (শুক্রবার) ০৭ ফেব্রুয়ারী বিকাল ০৪টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়ছে।
উক্ত অনুষ্ঠানে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মোঃ ইকবাল হায়দার।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন ও ষ্টাফ প্রতিনিধি আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায়
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আমির হোসেন। বক্তব্য রাখেন মাইটভাঙ্গা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, মগধরা স্কুল এন্ড কলেজ অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন, মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবদুর রহমান ভূঁইয়া রিপন, বদরশাহ ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির নির্বাহী পরিচালক মাহাবুবুল আলম।অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন জাকের হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাইটভাঙ্গা পেলিশ্যার শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবদুল জব্বার। কৃতি শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান।
অনুষ্ঠানে কৃতি শিশু শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে প্রাইজবন্ড, অভিনন্দন স্মারক, অভিনন্দন পত্র, একাধিক বই, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ক্যালেন্ডার-২০২৪ এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা প্রদান করা হয়।
বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে সন্দ্বীপব্যাপী চলমান ৭টি কর্মসূচির ভূয়সী প্রশংসার পাশাপাশি কৃতি শিশু শিক্ষার্থীদের ভাল মানুষ হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-
১. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা শিশু মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, ২০১৪ সাল থেকে চলমান)
২. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, ২০১৫ সাল থেকে চলমান)
৩. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, ২০১৬ সাল থেকে চলমান)
৪. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, ২০১৮ সাল থেকে চলমান)
৫. কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, ২০১৮ সাল থেকে চলমান)
৬. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, ২০২২ সাল থেকে চলমান)
৭. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ( ২০২২ সাল থেকে চলমান)।