আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

সন্দ্বীপে দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সন্দ্বীপ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৯:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বৃহত্তর চট্টগ্রামের বহুল প্রচারিত, জনপ্রিয় আঞ্চলিক দৈনিক সাঙ্গু পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৭ ফেব্রুয়ারী শুক্রবার   বিকাল ৫  টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের  কনফারেন্স রুমে  দৈনিক সাঙ্গু পত্রিকার ২ যুগ পর্দাপন  উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমনের সঞ্চালনায় 

এতে  প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মোঃ ইকবাল হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন

দৈনিক ভোরের আকাশ পত্রিকার চট্টগ্রাম বুরো প্রধান, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন,  মাইটভাঙ্গা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, সন্দ্বীপ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,   মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবদুর রহমান ভূঁইয়া রিপন, বদরশাহ ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির নির্বাহী পরিচালক মাহাবুবুল আলম। জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব প্রমুখ।