নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ৪৩,৪৪,৪৭ সীমান্ত পিলার এলাকা দিয়ে বৃহস্পতিবার ৮ আগষ্ট সকাল এবং বিকেলে মোট দুই দফায় মিয়ানমারের অভ্যন্তর থেকে মর্টার শেল বিস্ফোরণের বিকট আওয়াজ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা যায়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪৩ এবং ৪৪ পিলার এলাকা দিয়ে সকাল ১০ টা ৩০ মিনিটের সময় পরপর ৩ টি মর্টারশেল ফাইয়ারের বিকট শব্দ সীমান্ত এলাকার কৃষক মোঃ আইয়ুব শুনতে পান বলে জানান।আপর দিকে বিকেল ২ টা ৩৫ মিনিটের দিকে ৪৭ নং সীমান্ত পিলারের বরারবে মিয়ানমার সামান্য ভিতর থেকে একটি বড় বিস্ফোরণের আওয়াজ বাংলাদেশের ভিতরে শুনা আসে বলে জানান,সীমান্ত এলাকার বাসিন্দা মোঃ নুরু কামাল। উল্লেখ্য,মিয়ানমারের আভ্যন্তরে বিগত কয়েক বছর ধরে বিদ্রোহী কয়েক গ্রুপের সঙ্গে সরকারি বাহিনীর সঙ্গে আধিপত্য বিস্তারে লড়াই চলে আসছে,এতে অনেক হতাহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বর্তমানে নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তের সীমান্ত এলাকার মিয়ানমার অংশের সবটুকু সীমান্ত এলাকা বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।