আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

সেনাবাহিনী প্রধানের বান্দরবান থানছির সীমান্ত সড়ক পরির্দশন

এইচ এম সম্রাট,বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ২১ অগাস্ট ২০২২ ০৮:৩৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের থানছি সীমান্ত সড়ক পরির্দশন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনা‌রেল এস এম শফিউদ্দিন আহম্মদ।রবিবার বেলা ১১টায় হেলিকপ্টার যোগে থানছির বাকলাই এলাকায় পৌছেন তিনি। এসময় তিনি সেনা বাহিনীর ইঞ্জিনিয়ার কন্সট্রাশন ব্যাটালিয়ান ৩৪ ব্রীগেডের তত্ত্বাবধানে নির্মিত বান্দরবানের থানছি-লিকড়ি সীমান্ত সড়ক পরিদর্শন করেন। 

এসময় সেনা প্রধানের সাথে ছিলেন সেনা বাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাশন ব্যাটালিয়ান ব্রীগেডের কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল মোঃ মাসুদুর রহমান। থানছি- লিকড়ি সীমান্ত সড়কের প্রকল্প পরিচালক কর্নেল এ এন এম ফয়জুর রহমান। ১৬ ইসিবির প্রকল্প উপ-পরিচালক মেজর সাঈদ মোঃ জাহিদুর রহমানসহ সেনা বাহিনীর উধ্বর্ত কর্মকর্তারা। পরে প্রকল্প কমর্কর্তা মেজর মোস্তফা সাংবাদিকদের জানান, থান‌চি লিক‌রি সড়ক‌সহ ৩পার্বত‌্য জেলার সীমান্ত সড়‌ক প্রকল্পের কাজ শেষ হ‌লে ৩পার্বত‌্য জেলার আন্ত: আঞ্চ‌লিক  সং‌যোগ স্থাপন হ‌বে এবং সীমা‌ন্তে নিরাপত্তা নি‌শ্চিতসহ যোগা‌যোগ ব‌্যবস্থার উন্ন‌তি হ‌বে।

সীমান্ত সড়‌কের কাজ সমাপ্ত হ‌লে পার্শ্ববর্তী দে‌শের সা‌থে অ‌বৈধ ব‌্যবস‌া বন্ধ, পার্শ্ববর্তী দে‌শের সা‌থে সড়ক যোগা‌যো‌গের মাধ‌্যমে দ‌ক্ষিণ পূর্ব এ‌শিয়া‌তে ব‌্যবসা বা‌ণি‌জ্যের প্রসার, সীমান্ত এলাকার কৃ‌ষিপণ‌্য দে‌শের মূল ভূখ‌ন্ডে এ‌নে অর্থনৈ‌তিক উন্নয়ন, দে‌শি বি‌দে‌শি পর্যটক‌দের জন‌্য পর্যটন ব‌্যবস্থার উন্ন‌তি হ‌বে। এছাড়াও শিল্প কারখানা স্থাপ‌নের সু‌যোগ বৃ‌দ্ধিসহ দুর্গম এলাকাগু‌লো সরকারী নিয়ন্ত্রণেও ভূ‌মিকা রাখ‌বে।

উ‌ল্লেখ‌্য, ৩পার্বত‌্য জেলায় ২০১৮সাল হ‌তে ২০২৪‌ সাল পর্যন্ত মোট ১০৩৬‌কি‌লো‌মিটার সীমান্ত সড়‌কের কাজ চলমান আ‌ছে। প্রথম পর্যা‌য়ে ৩১৭‌কি‌লো‌মিটা‌রের কাজ ৭‌টি সেগমেন্টে বাস্তবায়ন করা হ‌চ্ছে। বাকী ক‌াজ ২য় পর্যা‌য়ে সম্পন্ন করা হ‌বে।