চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় তিন পুলিশ সদস্য আহত সহ পুলিশের গাড়ি ভাংচুর করা হয়েছে। গত ২ ডিসেম্বর সোমবার রাত ১২টার দিকে পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জানিপাথর এলাকায়।
জানা যায়, রাউজানের আলোচিত প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়ীতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার মামলার আলামত উদ্ধারে পুলিশ জানিপাথর এলাকার মোহাম্মদ সালমানের বাড়িতে অভিযানে যায়। সেখানে সালমানের পুত্র সন্ত্রাসী ফোরকান উদ্দিন (২৬) নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করেন। এই হামলায় চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবদুল কাদের (৫২), কনস্টেবল শাহরিয়ার (৩৫), কনস্টেবল রাসেল দে (৩০) গুরুতর আহত হয়।
ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ হামলার ঘটনায় এস আই আবদুল কাদের বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, একটি মামলার আলামত উদ্ধার করতে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসী ফোরকানের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে। একইসাথে পুলিশের গাড়ির গ্লাস ভাংচুর করেছে তারা। আহতদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। এ হামলার ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।