খাগড়াছড়ি জনসাধারণ কে জানানো যাচ্ছে যে,শান্তিপ্রিয় খাগড়াছড়িকে অশান্ত করার জন্য সদ্য বিদায়ী স্বৈরাচার আওয়ামীলীগের পিছনের সারির কিছু নেতাকর্মী ও সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে পাহাড়কে অশান্ত করার ষড়যন্ত্র মাফিক বিশৃঙ্খলা শুরু করেছে।
আওয়ামীলীগের এই নেক্কারজনক ষড়যন্ত্রে আপনারা কেউ অংশ গ্রহণ করবেন না। ষড়যন্ত্র কারিদের গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনী ও পুলিশ তৎপর রয়েছে। আপনারা সাধারণ জনগণ ও যুব সমাজ আওয়ামীলীগের পাতানো ফাঁদে পা না দিয়ে নিজ নিজ বাড়িতে নিরাপদে থাকুন।
আওয়ামীলীগ ষড়যন্ত্র করে আবারও স্বৈরাচার কায়েম করে,তাদের পূর্বের অগণতান্ত্রিক ধারায় পাহাড় কে ইসুকরে স্বৈরাচারী ধারায় ফিরে যেতে চাচ্ছে। ক্ষমতায় আসার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই বিশৃঙ্খলা শুরু করেছে।
এই শহর শান্ত রাখার জন্য আপনাদের সহযোগিতা কমনা করছি,যাতে পাহাড়ি বাঙালি শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে।-অনুরোধ ক্রমে,ওয়াদুদ ভূইয়া, সভাপতি,জেলা বিএনপি খাগড়াছড়ি।