আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ০৮:৪১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

সন্দ্বীপ  উপজেলা পরিষদের মাসিক  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর  বুধবার  বেলা ১ টায়  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক  রিগ্যান চাকমার   সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম,  উপজেলা মৎস্য অফিসার আতিকুল্ল্যাহ,  উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন, উপজেলা রেঞ্জ অফিসার নিজাম উদ্দিন,  উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, উপজেলা সমবায় অফিসার দিদারুল আলম, উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশ,  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের 

সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, 

 উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আনোয়ার হোসেন,  উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক মানস নন্দী,  উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প মোঃ মহি উদ্দীন, মুছাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম,  সারিকাইত ইউপি প্যানেল চেয়ারম্যান তাছলিমা বেগম, মগধরা ইউপি প্যানেল  চেয়ারম্যান মোঃ ইলিয়াছ,   মাইটভাংগা ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল মহসিন সেলিম , হারামিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, কালাপানিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান রাবেয়া বেগম, গাছুয়া ইউপি প্যালেন চেয়ারম্যান রোকেয়া বেগম, বাউরিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মাকছুদ গনি, আমানউল্লাহ ইউপি প্যানেল  চেয়ারম্যান জাবেদ ওমর, রহমতপুর ইউপি প্যানেল  চেয়ারম্যান রাহেনা বেগম, আজিমপুর ইউপি প্যানেল  চেয়ারম্যান আনোয়ার হোসেন,  সাংবাদিক ইলিয়াছ সুমন প্রমুখ । সভায় স্বাস্থ্য দপ্তরে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ৬ টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ডেলিভারি স্হাপন, ইলিশ আহরণের উপর জোর দেয়া ও জেলেদের নিবন্ধনে আনা, প্রাণী  সম্পদ কার্যক্রম স্বাভাবিক রাখা, দুর্যোগ ব্যবস্পাপনা কার্যক্রম অব্যহত রাখা, বয়স্ক বিধবা, প্রতিবন্ধী কার্যক্রম অব্যহত রাখা, প্রাথমিক স্কুলে শিক্ষার্থী বাড়ার উপর জোর দেয়া, সভায় পৌর প্রশাসক জানান

রাস্তার ওপর পৌরসভাকে নোটিশ না দিয়ে খুঁটি দিয়ে সরাতে বললে আবার লাখ টাকা প্রতি খুঁটি চার্জ করবে, আবার কোন খাতে কত টাকা খরচ সে প্রাক্কলনও দিবে না। এটা হওয়া উচিত না,এটার কারণে রাস্তার কাজ আটকে আছে আমাদের,অথচা এটি সরাতে মাত্র ১৬ হাজার টাকা লাগে,

যে ঠিকাদার দিয়ে তারা কাজটি করে সে ঠিকাদারকে দিয়ে আমরা একটি সড়িয়েছি, বিদ্যুৎ ওদের মামলার হুমকি দেয়াতে তারাও আর সাহস করে না, জিম্মি করে টাকা আদায় করতে আর  দেয়া হবে না।