আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাই সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় দ্বৈত নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ০৯:৩৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ের করেরহাট অলিনগর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আশীষ চন্দ্র পুরোহিত (৬৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় জনগনের সহায়তায় ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম আদালত ভবনে হামলা এবং এডভোকেট সাইফুল ইসলাম আলীফ হত্যার ঘটনায় সম্প্রক্ততা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য তাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি।

আটককৃত আশীষ চন্দ্র পুরোহিতের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ড পাওয়া যায়। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার ঠিকানা হলো চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার জুবলি রোড়ের সৈয়দ আহম্মদ চৌধুরী লেন এলাকার নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। ভারতীয় আধার কার্ডে তার নাম ও পিতার নাম ঠিক থাকলেও ঠিকানা দেওয়া হয়- ১৬ই নস্কর পাড়া লেন, নস্কর পাড়া বাজার, ঢাকুরিয়া, কোলকাতা, ঢাকুরিয়া, পশ্চিমবঙ্গ, ৭০০০৩১।

ফেনী বিজিবি-৪ এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বুধবার দুপুরে ভারতে পালানোর সময় আশীষ চন্দ্র পুরোহিতকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ভারতের আধার কার্ড ও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র দুটি মোবাইল, টাকা ও ব্যবহৃত কাপড় পাওয়া গেছে।

তিনি আরো বলেন, চিকিৎসার জন্য আশীষ চন্দ্র পুরোহিত বৈধভাবে ভারতের ভিসা না পেয়ে চোরাই পথে বর্ডার পার হয়ে ভারত যাচ্ছিলেন বলে জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনী পদপে গ্রহণের জন্য উপজেলার জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক আশীষ চন্দ্র পুরোহিতকে বিজিবি থানায় সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রামের আদালত ভবনে হামলা এবং এডভোকেট সাইফুল ইসলাম আলীফ হত্যার ঘটনায় সম্পৃক্ততা রয়েছে কিনা তদন্ত করা হবে।