আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

লামায় ৬৯লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী আটক

বেলাল আহমদ,লামা( বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ অগাস্ট ২০২২ ০১:৪৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে পুলিশের অভিযানে ৬৯ লিটার দেশীয় চোলাই মদসহ তৌহিদুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শামীম শেখ এর নেতৃত্বে ফাঁড়ি কর্তব্যরত এস.আই জুনাইদ হাসান, এ.এস.আই মাসুদ রানা তাকে আটক করেছে।

 

আটককৃত মাদক ব্যবসায়ী তৌহিদুল ইসলাম চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন ৬নং ওয়ার্ড বমু পাড়ার নুরুল ইসলাম এর ছেলে।  বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১টায় লামা-ফাইতং সড়ক দিয়ে দেশীয় তৈরি চোলাই মদ পাচার করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ভর্তি চোলাই মদ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক ব্যবসায়ী। এসময় পুলিশ অভিযান চালিয়ে পুলিশ ফাঁড়ি নিচে রাস্তায় মাথায় নামক স্থান থেকে তৌহিদুল ইসলাম কে বস্তা ভর্তি চোলাই মদ ও মোটর সাইকেল সহ তাকে আটক করে। 

 

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্স দিয়ে অভিযান চালানো হয়, অভিযান চলাকালে ৬৯ লিটার দেশীয় চোলাই মদ ব্যবসায়ী তৌহিদুল ইসলাম কে বস্তা ভর্তি চোলাই মদসহ আটক ও মোটর সাইকেল জব্দ করা হয়। তাকে আটকের খবর পেয়ে আরেক সহযোগী পালিয়ে যায়।

 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ধৃত ব্যক্তিকে লামা থানা হেফাজতে রয়েছে।