আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

রোয়াংছড়িতে প্রবারণা পূর্নিমায় উৎযাপন

রোয়াংছড়ি প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ৯ অক্টোবর ২০২২ ০৯:২৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে রোয়াংছড়িতে প্রবারণা পূর্নিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। আষাঢ়ী পূর্নিমার দিন থেকে টানা তিনমাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ নর-নারীরা বিভিন্ন বৌদ্ধ মন্দিরে গিয়ে পঞ্চশীল, অষ্টশীল ও দশশীল গ্রহন করেন এবং প্রবারণা পূর্ণিমা (মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ) পালন করেছে। এসময় সকল অহিংসা ও পাপ কাজ থেকে বিরত থাকার মন্ত্রে দীক্ষিত হন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মানুসারীরা। রবিবার (৯অক্টোবর) সকালে ছোয়াঁন দান বিকালে বিহারে জেত বৌদ্ধ আসাংম্রাই ও অন্যান্য বৌদ্ধ মূর্তিস্নান শেষে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে অধ্যক্ষ ভদন্ত উঃ উইচারিন্দ মহাথেরো দাযক-দায়িকাদের উদ্দেশ্য পঞ্চশীল ও ধর্ম দেশনা প্রদান করা হয়েছে। প্রবারণা পুর্ণিমা পালন উপলক্ষে সকাল থেকে রোয়াংছড়ি উপজেলা সদরে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে চলছে ধর্মীয় প্রার্থনা। ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান আর ফুল পূজাসহ চলছে নানা ধর্মীয় আনুষ্টানিকতা। আর বিভিন্ন উপাসক-উপাসিকারা গ্রহণ করছে অষ্টশীল ও দশশীল। এতে রোয়াংছড়ি উপজেলাতে মারমা, তঞ্চঙ্গ্যা, বড়ুয়া সম্প্রদায়রা বিহারে গিয়ে নিচ নিচ বিহারে শীলব্রত হন। বৌদ্ধ ধর্মালম্বীরা বিভিন্ন বিহারে বিহারে উপস্থিত হয়ে সুখ:শান্তি লাভ ও পারিবারিক সুস্থতার জন্য প্রার্থনায় জড়ো হচ্ছে। দায়ক-দায়িকারা মোমবাতি,ধুপকাটি প্রজ্জলন আর বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং (বিভিন্ন ধরনের খাবার) প্রদান করে দিনটি পালন করছে মহাআনন্দে। বিকালে বিহারে বিহারে চলছে বৌদ্ধ মুর্তিকে চন্দন পানি, ডাবের পানি দিয়ে ধর্মীয়ভাবে স্নান করা হয়েছে। প্রবারণা পূর্নিমা পালন বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম উৎসব। প্রতি বছর এ দিনটি সকল বৌদ্ধ ধর্মালম্বীদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। বৌদ্ধ ধর্মালম্বীদের মতে প্রবারণা পুর্ণিমার দিনই রাজকুমার সিদ্বার্থের মাতৃগর্ভে প্রতিসন্দি গ্রহণ,গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল তাই প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে আজও। রোয়াংছড়ি প্রবারণা উৎসব উদযাপন কমিটির সভাপতি মংখিংসাই মারমা, সদস্য সচিব উমংনু মারমা, রোয়াংছড়ি যুব ফোরাম সভাপতি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, অংয়ইনু মারমা, মংক্যাইনু মারমা নেত্রীতে প্রবারণা পুর্নিমা উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ পিঠা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, কাস্টমস কর্মকর্তা পুচনু মারমা, রোয়াংছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংহাইনু মারমা, গ্রাউস এনজিও ফোকাল পার্সন উমংসিং মারমা, সমাজ সেবক মংকোয়াইচিং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাব সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের নিবার্হী সদস্য হ্লাছোহ্রী মারমা। রোয়াংছড়ি পাড়া কমিউনিটি প্রাঙ্গনে পিঠা উৎসবের সকল যুবক-যুবতি, অভিভাবকরা রাত জেগে পিঠা বানিয়ে সকালে পাড়ায় প্রতিটি ঘরে ঘরে পৌচ্ছে দেওয়া হবে। রোয়াংছড়ি মারমা যুব ফোরামে সভাপতি ও ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন সোমবার বিকালে হতে শুরু করে সন্ধ্যা পযর্ন্ত উৎসব উপলক্ষে রথ টানার পাশাপাশি,হাজার বাতি প্রজ্জলন, রংবে রংয়ের ফানুষ বাতি আকাশে উড়াবে পূণ্যনার্থীরা। সন্ধ্যায় বিশাল রথ টেনে রোয়াংছড়ি উপজেলা সদরে রোয়াংছড়ি পাড়া, ওয়াগই পাড়া, বটতলী পাড়া আমতলী পাড়া হয়ে রোয়াংছড়ি নতুন পাড়ার দিকে রোয়াংছড়ি রোখ্যইং খ্যং নদীতে রথে মোমবাতি জ্বালিয়ে উৎসর্গ করে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মালম্বীদের এই প্রবারণা উৎসবে।