আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বোয়ালখালীতে যৌথ বাহিনীর অভিযান দেশীয় পিস্তল ও ২৪টি দেশী অস্ত্রসহ গ্রেফতার ২

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ০৪:৪৫:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী এলাকায় ২৬ নভেম্বর মঙ্গলবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পিস্তল ও ২৪টি দেশী অস্ত্র উদ্বার করেছে। এ সময় গ্রেফতার করা হয় ২জনকে।

 

বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী এলাকায়  স্থানীয় সোর্স ও এলাকার মানুষের তথ্যের ভিত্তিতে বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেল এর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মোঃ আরাফাত (৩২) ও মহিউদ্দিন হামিম (১৮)'র বাসায় রেইড দিয়ে গ্রেফতার করা হয় এবং তাদের বাসা তল্লাশি করে একটি অবৈধ দেশীয় ইম্প্রোভাইজড পিস্তল এবং ২৪টি দেশীয় ইম্প্রোভাইজড অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

 

গ্রেফতারকৃত হলেন বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল মোতালেব ছেলে মোঃ আরাফাত (৩২)। জসিম উদ্দিন ছেলে মহিউদ্দিন হামিম (১৮)কে অস্ত্র সহ গ্রেফতার করেন যৌথ বাহিনী। 

 

জব্দকৃত মালামাল ও আসামিকে সুস্থ অবস্থায় আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করেন বোয়ালখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাসেল। 

 

তিনি বলেন সন্ত্রাস, মাদক কারবারি, অস্ত্র উদ্ধার জন্য সারা বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি আরও বলেন সঠিক তথ্য দিয়ে সহায়তা প্রদান জন্য বোয়ালখালীবাসীর প্রতি অনুরোধ জানান।



সবচেয়ে জনপ্রিয়