আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

রোয়াংছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান চহাইমং মারমা

হ্লাছোহ্রী মারমা : | প্রকাশের সময় : বুধবার ৫ অক্টোবর ২০২২ ১০:০১:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শ্রী শ্রী কেন্দ্রীয় হরি ও শ্যামা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন ও সানতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় রোয়াংছড়ি শ্রী শ্রী কেন্দ্রীয় হরি ও শ্যামা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন ও সানতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী। শ্রী শ্রী হরি ও শ্যামা মন্দিরের সভাপতি দীপক ভাট্টাচার্য বলেন এবারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সর্বজনীন শ্রী শ্রী শারদীয়া দূর্গা উৎসব পালন করা হবে। সাধারণ সম্পাদক ছোটন মজুমদার বলেন দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী পরিদর্শন করেন এবং সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা পরিদর্শন করেছেন। প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর তত্বাবধান করে রাখেন কোন সমস্যা হয় নাই। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজায় রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গো নির্ৎদেশনা সব পালনের আহবান জানান তিনি। সেই সঙ্গে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূর্জার সকল আনুষ্ঠানিকতা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ এবং সনাতন ধর্মের সকলকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়জিত সকল কে যথাযথ দ্বায়িত্ব পালন করার নির্দেশনা দেন। তিনি আরো বলেন,সানতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা রোয়াংছড়ি উপজেলায় একটি মন্ডপে পূজা উৎসব পালন করা হবে । আনসার পুলিশের টহল জোরদার থাকবে। এ সময়ের উপস্থিত ছিলেন রোয়াংছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংহাইনু মারমা, রোয়াংছড়ি থানার এসআই আলমগীর, মন্ডপের সভাপতি দীপক ভাট্টাচার্য, সাধারণ সম্পাদক ছোটন মজুমদার, সাংবাদিক হ্লাছোহ্রী মারমাসহ প্রমুখ।