আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

রামু মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

মোঃ ইফসান খান ইমন: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ অগাস্ট ২০২২ ০৭:০৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ০৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ০৪ আগস্ট মা সমাবেশ অনুষ্ঠিত হয়।মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি, সাংবাদিক এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ইন্সপেক্টর ( নিরস্ত্র) মাসুদ রানা, স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাস্টার এনামুল হক,  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি মাস্টার গোলাল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।কাজেই শিক্ষার বিষয়ে সর্বোচ্চ গূরুত্ব দিচ্ছে সরকার।শিক্ষার্থীদের উপবৃত্তি সহ শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার। শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসছে কিনা বাড়ীতে নিয়মিত লেখাপড়া করছে কিনা ফলোআপ করতে হবে।একজন মা তার সন্তানের প্রথম শিক্ষক। সন্তান কে সুশিক্ষিত করতে সর্বোচ্চ দায়িত্ব নিতে হবে মায়ের।

পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাজওয়ার নুর রাওয়াহা এর উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্যে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইন্সপেক্টর ( নিরস্ত্র) মাসুদ রানা বলেন,শিক্ষার্থী-শিক্ষকের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বদা সজাগ রয়েছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।বাল্য বিয়ের বিষয়ে জিরো টলারেন্স দেখানোর আহবান জানিয়ে সমাবেশে উপস্থিত মা- বাবার উদ্দেশ্যে বলেন,বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি।মেয়ে সন্তান কে বোঝা মনে করবেন না, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হিসাবে তৈরী করুন মেয়েরা সমাজের বোঝা নয় দেশের সম্পদে পরিণত হবে।নারীরা রাষ্ট্রের সর্বোচ্চ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করছে।দেশের গুরুত্বপূর্ণ পদ সমূহে নারীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছে।কাজেই আপনার মেয়ে সন্তান কে উপযুক্ত পরিবেশে পড়ালেখা শিখিয়ে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার মিশন নিয়ে এগিয়ে যান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাঃ মোঃ আইয়ুব, বদিউল আলম, গোলজার বেগম প্রমুখ।