আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

রাজস্থলীতে সড়কে পাথর বোঝায় ২ টি ট্রাকের চাকা অচল হওয়ায় যান চলাচল ব্যাহত

মোঃআইয়ুব চৌধুরী রাজস্থলী | প্রকাশের সময় : শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৫:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

রাঙামাটির  রাজস্থলী উপজেলার    ওগাড়ী পাড়া নামক এলাকায়  পাথর  বোঝাই ২ টি ট্রাকের-সামনের চাকা বিকল হয়ে পড়ায় সড়কের মাঝ খানে আটকে যায় ট্রাক দুই টি,সে কারণে    সড়কে  যান চলাচল  ব্যাহত হচ্ছে। তবে বড় ধরণের ঘটনা ঘটেনি।   

শনিবার (২৪সেপ্টেম্বর)   সকাল  ৮ টায়  রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের  গাইন্দ্যা ইউনিয়নের  ওগাড়ী পাড়া এলাকায়  এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,  উপজেলার সীমান্ত সড়কের  ফারুয়া ও ধুমধুমিয়া রাস্তার কাজে ব্যবহারের জন্য  এ পাথর আনা হচ্ছে। দুর্ঘটনা বসত  ট্রাকের সামনের চাকা বিকল হয়ে  যায়। অপর দিকে আরেক টি পাথর বোঝায় ট্রাক অবার টেক করতে গিয়ে সড়কের মাঝ পথে আটকে যায়। ফলে ট্রাক ২ টি সড়কের মাঝ পথে পড়ে থাকে। 

 সড়কের মাঝে   ট্রাক ২টি পড়ে থাকায় বড় গাড়ী চলাচলে  অসুবিধার সম্মুখীন হচ্ছে। সড়কের এক পাশ দিয়ে অটোরিকশা, মাহিন্দ্রা চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ  বিষয়ে উপজেলা  পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, সড়কের মাঝ খানে পড়ে থাকা ট্রাক ২ টি দ্রুত সড়ানো না  হলে, সাধারন জনগনের   চলাচলে বিঘ্ন ঘটছে।  বিষয়টি  সড়ক ওজনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন,  দ্রুত সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।