আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ১৮ এপ্রিল ২০২২ ০৫:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে আউশ আবাদ ও উৎপাদন বদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে খরিপ-১ ২০২২-২৩ মৌসুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহার সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন। অতিথিবৃন্দ উপজেলার ২৫০০ জন কৃষকদের মাঝে প্রতিজনের মাঝে ২০ কেজি ডিওপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি বীজের ব্যাগ হস্তান্তর করেন।