আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে ইসলামী ব্যাংক এর গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রেস ব্রিফিং

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লি: এর গ্রাহক সেবা মাস উপলক্ষে সন্দ্বীপ  শাখার উদ্যেগে সাংবাদিকদের  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে  ৷বুধবার  (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় শাখা  প্রধান ও ব্যাংকের এফএভিপি  মোঃ কামরুজ্জামান উক্ত প্রেস ব্রিফিংএর সেবা মাস সম্পর্কে সন্দ্বীপ শাখার গ্রাহদের বিভিন্ন সেবার বিষয়ে তুলে ধরেন।  ব্রিফিংএ  ব্যাংকের অপারেশন ম্যানোজার আ.ন.ম এমদাদ, কো- অডিনেটর সিনিয়র অফিসার মহিউদ্দিন  সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।শাখা প্রধান কামরুজ্জামান  বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত হয়ে আসছে৷ একমাত্র এই ব্যাংকটিই সুদমুক্ত হয়ে মুদারাবা পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে৷

ইসলামী ব্যাংকের মাধ্যমেই প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছে৷ আর ইসলামী ব্যাংকের মাধ্যমেই সরকার প্রবাসীদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স আদায় করছে৷

 আন্তর্জাতিক পর্যায়েও টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তিনি জানান সন্দ্বীপ আমাদের এখন ১২ টি ইউনিটে ৮০ জন কর্মকর্তা কর্মচারি রয়েছে,  গ্রাহক সংখ্যা প্রায় ৮০ হাজার। 

প্রেস ব্রিফিং এ সংবাদকর্মিদের মধ্যে  উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস কামাল বাবু, এম এ হাশেম, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ইনসাফ , বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক রিদোয়ানুল বারী, দপ্তর সম্পাদক আলী হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান ও সন্দ্বীপ সংযোগের ফসিউল আলম প্রমুখ।