বান্দরবানে জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি মং সিং চিং মারমা এর ভর্তির যাবতীয় খরচে নিয়েছেন।
"আমাদের দেখা হোক মহামারী শেষে,
আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।"
আমার চোখ দেখা মাননীয় জেলাপ্রশাসক মাতৃত্বের জয়ে চারপাশে ঘিরে দাঁড়িয়ে থাকা ইয়াছমিন পারভীন তিবরীজি জেলাপ্রশাসক আজ 28 শে জুলাই বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা জেলাপ্রশাসক হল রুমে অনুষ্ঠানে জেলাপ্রশাসক- মং সিং চিং মারমাকে
চেক প্রদান করেন।
গরীব মেধাবী ছাত্রের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় আর্থিক সহায়তা প্রদান করেছেন ইয়াছমিন পারভীন তিবরীজি জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
মং সিং চিং মারমা, পিতা- অংশৈই মং মারমা, মাতা - উমেচিং মারমা, ঘেরাউ মুখ পাড়া,ওয়ার্ড7 ,2 নং তারাছা ইউনিয়ন, বান্দরবান পার্বত্য জেলা নিবাসী। কৃষক পরিবারের একজন দরিদ্র মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলো না। এমতাবস্থায়, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা এই মেধাবী ছাত্রের সুশিক্ষার পথ সুগম করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিভাগে ভর্তির যাবতীয় খরচ বহন করেছেন।